সপ্তাহের ব্যবধানে ৩৮৫ বর্গ মাইল ভূখণ্ড মুক্ত করার দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, মাত্র এক সপ্তাহের ব্যবধানে তার দেশের সেনারা রাশিয়ার কাছ থেকে ৩৮৫ বর্গ মাইল ভুখণ্ড পুনরুদ্ধার করেছে। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাল্টা আক্রমণে এসব ভূখণ্ড মুক্ত করা হয়েছে বলে দাবি করেন জেলেনস্কি।
এদিকে ইউক্রেনের অপর এক জেনারেল দাবি করেছেন, খারকিভ অঞ্চলে ২০টির বেশি গ্রাম মুক্ত করা হয়েছে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনীর এসব দাবি জোরালো ভাবে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
ইউক্রেনের এমন দাবি সত্য হলে তা রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েভের গুরুত্বপূর্ণ সাফল্য হবে। গত বৃহস্পতিবার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে এই মাসে কয়েক ডজন বসতি মুক্ত করেছে। পৃথক ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, গত দিনেই তাদের সেনারা ৫০ কিলোমিটার এগিয়ে গেছে খারকিভের দিকে।
কিয়েভের দাবির বিষয়ে ক্রেমলিন মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও কয়েকজন রুশ কর্মকর্তা ইউক্রেনের বালাক্লিয়া শহর দখলের দাবি প্রত্যাখ্যান করেছেন। মস্কো মনোনীত কর্মকর্তা ভিটালি গানচেভ বলেছেন, শহরটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র : বিবিসি