বাসর রাইতের বিড়াল মাড়ার গল্প কি? জেনে নিন এখনি

বিড়াল মারা কি? জেনে নিন খুব সহজে

আমাদের সমাজে অথবা সামাজিকভাবে ও বন্ধুদের মাঝে একটি  বাক্য আছে, সেটা  প্রচলিত প্রবাদ হিসেবে ধরা যায়, আবার নাও যেতে পারে “বাসর রাতে বিড়াল মারা”।  বিয়ের ঠিক আগে কিংবা বয়ঃসন্ধির পর থেকেই সকল পুরুষ মানসিক প্রস্তুতি নিতে থাকে বাসর রাতে যেভাবেই হোক, ছল- ছাতুরী করে কিংবা আঁচাড় দিয়ে অথবা গলা টিপে; যেভাবেই সম্ভব বিড়াল মারতে হবে। এ ক্ষেত্রে দুলাভাইরা বিশেষ করে বাসর রাতে বেশি শিখিয়ে দেয়। যে বউয়ের সাথে যেভাবেই হোক পারতে হবে। হার মানা যাবেনা।

বিড়াল মাড়ার গল্প


এখানে বিড়াল মারা মানে বিড়াল মারা বলতে স্ত্রীকে বশ করা (আরো সোজা কথায় স্ত্রীর সাথে বাসর রাতে স্ত্রীর সাথে যৌন মিলন করা) বুঝায়। আপনার বউকে যখন গাড়ী দিয়ে আপনার বাসায় আনবেন ঠিক তখন দেখবেন, বউয়ের সাথে , ১ জন গেডিজ আসে, হোক, নানী, ভাবী, দাদী, বা দুলাভাই, মানে সেই মেয়েকে শিখিয়ে দেয় যে বাসর রাতে স্বামী যেনো তোর সাথে না পারে, আর এদিকে ছেলের কলদাইরা শিখিয়ে দেয় যে, বউকে পরাজিত করে আসতে হবে।। এই প্রস্তুতির অংশ হিসেবে ছেলেকে তার সমবয়সী বিবাহিত বন্ধুরা বিড়াল মারার কলাকৌশল বুদ্ধি ফ্রি তে কাজ করে দেয়। অপর দিকে মেয়ের বড় বোন/ভাবী/দাদী এরকম শ্রেণীর আত্মীয়রা বিড়াল না মেরে বাঘ/স্বামী মহাশয়কে কি করে ধরাশায়ী করা যায় তার কুট-কৌশল শিক্ষা দিয়ে থাকেন। এটাই বাসর রাতে বিড়াল মারার গল্প।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url