ইউএস টপ চার্টে ‘হাওয়া’

ইউএস টপ চার্টে জায়গা করে নিলো আলোচিত সিনেমা ‘হাওয়া’। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রধান অলিউল্লাহ সজীব বুধবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি করেছেন। তিনি জানান, মুক্তির পর প্রথম চার দিনের আয়ে ‘হাওয়া’ এই মুহূর্তে ইউএস টপ চার্টে ২৭ নম্বরে অবস্থান করছে।

অলিউল্লাহ সজীব লেখেন, ‘ব্যবসার শক্তি দিয়ে আমাদের সিনেমা পৃথিবীর এক নম্বর টপ চার্টে ঢুকে পড়েছে! তাও আবার টপ ৩০-এ! খুবই অবিশ্বাস্য লাগছে, তাই না? আমারও বেশ সময় লেগেছে বিশ্বাস করতে। কিন্তু, এ ঘটনাটি ঘটে গেছে। বাংলাদেশের একটি সিনেমা এ ঘটনাটি ঘটিয়ে ফেলেছে। ’

অনেকগুলো থিয়েটারেই হাওয়া সিনেমা দ্বিতীয় সপ্তাহেও চলবে। অলিউল্লাহ সজীব আরও জানিয়েছেন লেখেন, ‘প্রথম চার দিনে হাওয়া এর গ্রস বক্স অফিস কালেকশন ২,১৩,৪৬১ ডলার, কানাডা গ্রস ৮৬,৩১২ ডলার, আমেরিকা গ্রস, ১,২৭,১৪৯ ডলার। সিনেমাটি এখন পর্যন্ত দেখেছেন ২৫ হাজার ৪৪৪ জন। কানাডায় দেখেছেন ৯ হাজার ৯৩০ জন, আমেরিকায় দেখেছেন ১৫ হাজার ৫১৪ জন। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দেবী’ সিনেমার লাইফটাইম গ্রস বক্স অফিস আয় ছিল ১,২৫,৪১৪ ডলার। ‘দেবী’ সিনেমার সম্পূর্ণ আয় হাওয়া মাত্র তিন দিনেই অতিক্রম করে গেছে। ‘হাওয়া’ সিনেমার তিন দিনের আয় ১,৫৯,৭৫২ ডলার। ’’


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url