নতুন গান নিয়ে ফিরছেন অনিক সাহান

আলোচিত ‘জনম জনম’ গানের শিল্পী অনিক সাহান আবারও নতুন গান নিয়ে ফিরছেন। এরই মধ্যে তার তিনটি গানের ভিডিও শুটিং শেষ হয়েছে। সবগুলো গানই চট্টগ্রামের বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে শুট করা। এর মধ্যে ‘মিনতি’ ফোন গান, এ গানের সুরকার, গীতিকার এবং পরিচালক অনিক নিজেই। ‘মনে ধরছে’ নামের আরেকটি পার্টি সং নিয়ে নতুন রুপে দেখা যাবে এই শিল্পীকে। এ গানের সুরকার ও গীতিকার তিনিই।

এবং ‘তোমাকে ঘিরে’ শিরোনামে আরেকটি চমৎকার দ্বৈত র‍্যাপ গান নিয়ে আসছেন তিনি। এ গানে তার সাথে দেখা যাবে সিয়াম ফারদিন ওরফে জেটুডি-কে। সবগুলো গানেই তিনি তার পুরনো স্টাইলে নতুনত্ব দেখিয়েছেন। দর্শকদের মাতানোর জন্য এবার অনিক সাহান পরপর তিনটি গানই এ বছরের মধ্যেই প্রকাশ করবেন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, ২০১৪ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অনিক। তখন চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে যান তিনি। সেখান থেকে কিছুটা সুস্থ হতেই কয়েকটি গান তিনি দর্শকদের উপহার দেন। পরের বছর দেশে ফিরেই গাড়ি এক্সিডেন্ট করে ফের অসুস্থ হন অনিক। এরপর দীর্ঘ ৮ বছর পর সুস্থ হয়েই নতুন উদ্যমে গান নিয়ে ফিরছেন তিনি।



from Probashi Bangla Tv https://ift.tt/eZfbRhw
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url